বেলাকোবা, ১১ জানুয়ারী: এদিন রাজগঞ্জ ব্লকের বেলাকোবার যখন তখন আড্ডায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ ধরপাকড় করে করোনা টেস্ট করানোর অভিযান যাচায় যা মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকেল ১ টা প্রযন্ত অভিযান চালায় পুলিশ। জনাগিয়েছে এদিন মোট ৬৫ জনের করোনা টেস্ট করানো হয়। ৬৫ জনের মধ্যে সবার 'সস্থির' রিপোর্ট আসে নেগেটিভ, এদিকে রাজ্যে বেড়েই যাচ্ছে করোনা পজিটিভের সংখ্যা, তাতেও ভয় নেই সাধারণ মানুষের।