আপনার এলাকার খবর পাঠান - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! আপনার এলাকার খবর পাঠান

আপনার এলাকার খবর পাঠান

 আপনার এলাকায় ঘটে যাওয়া দৈনন্দিনের ঘটনা, তুলে ধরুন আমাদের মাধ্যমে! একটি ক্লিকের আপনার এলাকার খবর তুলে ধরবো আমরা। আপনার এলাকায় কি দুর্নীতি মূলক কোনো কাজ হচ্ছে? বা এমন কোনো কাজ হচ্ছে কি যেগুলো কোনো সাধারণ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে? তার জন্যই আছি আমরা।



বিস্তারিত জানুন  



আমি কেমন খবর আপনাদের পাঠাতে পারি ?

সামাজিক দুর্নীতির বিরুদ্ধে,দুর্ঘটনা ,রাজনৈতিক এবং অন্যান্য যেকোনো ধরনের খবর আপনি আমাদের পাঠাতে পারেন|

খবরের সাথে কি আমার নাম প্রকাশ করা হবে ?

না আপনার পরিচয় কখনো আপনার অনুমতি ছাড়া প্রকাশ করা হবে না|

খবর পাঠানোর জন্য আমাকে কোন পারিশ্রমিক দেওয়া হবে কি ?

বিবেচনাধীন বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন।

খবরের সত্যতা যাচাই করা হবে কি ?

হ্যাঁ খবরের সত্যতা যাচাই করার পরই পোর্টালে প্রকাশ করা হবে।

কিভাবে আমি আপনাদের সাথে কাজ করতে পারি ?

আমাদের ওয়েব পোর্টালে কাজ করতে ইচ্ছুক হন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আপনার কাজ অনুযায়ী আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে।

কি করে ভিডিও রেকর্ড করবেন?

ভিডিও রেকর্ড করার সময়, সব সময় ভিডিও ল্যান্ডস্কেপ মুডে ভিডিও করুন। যার ভিডিও রেশিও থাকবে 16:9 ভিডিওর কোয়ালিটি হতে হবে 1080p বা 720p,

খবর পাঠানোর সময় কি কি পাঠাবেন? বাধ্যতামূলক*

১. কি - কি জিনিষ পাঠাচ্ছেন? সেটার বিস্তারিত লিখুন! ২. কখন - কি পাঠাচ্ছেন তা কখন হয়েছে? ৩. কোথায় - কথায় হয়েছে? ৪. কিভাবে - কিভাবে হয়েছে? ৫. কেনো - কেনো হয়েছে? ৬. যে কোনো খবরে বাইট (সাধারণ মানুষের বক্তব্য )

খবর কথায় পাবলিশ করা হবে?

খবরটি আমাদের ওয়েব পোর্টাল বা ফেসবুক পেজে পাবলিশ হবে।

আমাদের খবর পাঠালে কি আরো কোনো সংবাদ মাধ্যমে পাবলিশ হবে?

অবশ্যই, খবরটি যদি মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন হয় তাহলে নিশ্চয় আমাদের হাউস থেকে আরো অন্যান্য হাউজেও খবরটি পাবলিশ হবে।

কেনো খবর পাঠাবেন?

আপনার এলাকায় ঘটে যাওয়া দৈনন্দিনের ঘটনা, তুলে ধরুন আমাদের মাধ্যমে! একটি ক্লিকের আপনার এলাকার খবর তুলে ধরবো আমরা। আপনার এলাকায় কি দুর্নীতি মূলক কোনো কাজ হচ্ছে? বা এমন কোনো কাজ হচ্ছে কি যেগুলো কোনো সাধারণ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে? তার জন্যই আছি আমরা।

কি ভাবে খবর পাঠাবেন?

ওপরের দেওয়া "আপনাদের এলাকার খবর পাঠান" বাটনে ক্লিক করার পর WhatsApp খুলবে সেখানে আপনার লেখা এবং ভিডিও বা ছবি অ্যাড করে আমাদের পাঠেতে হবে।

কি ভাবে খবর পাঠাবেন?

ওপরের দেওয়া "আপনাদের এলাকার খবর পাঠান" বাটনে ক্লিক করার পর WhatsApp খুলবে সেখানে আপনার লেখা এবং ভিডিও বা ছবি অ্যাড করে আমাদের পাঠেতে হবে।


Advertisement