বিয়ের সামগ্রী তুলে দিলেন বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, বিয়ের সামগ্রী তুলে দিলেন বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত

বিয়ের সামগ্রী তুলে দিলেন বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত

-----------------------------------


#বেলাকোবা: শিলিগুড়ি ২৮ নম্বর ওয়ার্ডের লাগোয়া রেললাইনের ধারে রয়েছে একটি ছোট্ট ভাঙাচোরা টিনের ঘর। আগামী ২ ফেব্রুয়ারি তাঁর মেয়ে মামনের বিয়ে। শিলিগুড়ির টিকিয়াপাড়ার বাসিন্দা নিরঞ্জন বিশ্বাস দিনমজুরের কাজ করেই কোনওরকমে চালান সংসার। এদিকে মেয়ের বিয়ে কিভাবে দেবেন তা বুঝে উঠতে পারছিলেন না নিরঞ্জন এ'র পরিবার। জানা গিয়েছে দুই সপ্তাহ আগেই নিরঞ্জন বিশ্বাস এ'র স্ত্রী মিনা বিশ্বাস টিভি রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। তার বাড়িতে রয়েছে মেয়ে ও বৃদ্ধা মা। পরিবারে আর্থিক সমস্যা তার মাঝেই বিয়ে।

তাই মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়ান বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে। এর আগেও বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত অনেকেরই সাহায্য করেছেন। এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সঞ্জয় দত্ত। তিনি ১০০-১৫০ জনের খাবার খরচের পাশাপাশি খাট ও ব্ল্যাঙ্কেট দিয়ে সাহায্য করেন । শিলিগুড়ির টিকিয়াপাড়ার বাসিন্দা নিরঞ্জন বিশ্বাস এ'র পরিবারকে। বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, ওই অসহায় পরিবারটি মেয়ের বিয়ের জন্য সাহায্যের আবেদন করেছিলেন। এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় পরিবারের হাতে সাধ্যমতো সাহায্য তুলে দেওয়া হয়।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close