অনেক খোঁজা খুজির পর অবশেষে দুই কুখ্যাত গোরু পাচারকারীকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজগঞ্জের ভুটকিহাট এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় বলে খবর। ধৃতরা হল হারুন রশিদ, বয়স ২৫ ও রাজিব মহম্মদ, বয়স ৩৪। তাদের দুজনেরই বাড়ি রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় গ্রাম পঞ্চায়েতের সরদার পাড়া এলাকায়।
-----------------------------------
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হারুন ও রাজিবের বিরুদ্ধে রাজগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে গোরু পাচারের অভিযোগ রয়েছে । ২০১৪ সাল থেকে চলতি মাস পর্যন্ত ওই দুজনের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় ৮ টি মামলা হয় বলে খবর। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।