করোনা পরিস্থিতি সামাল দিতে, সোমবার থেকে একাধিক এই পরিষেবা গুলো কড়া বিধিনিষেধ, দেখুন বিস্তারিত - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, করোনা পরিস্থিতি সামাল দিতে, সোমবার থেকে একাধিক এই পরিষেবা গুলো কড়া বিধিনিষেধ, দেখুন বিস্তারিত

করোনা পরিস্থিতি সামাল দিতে, সোমবার থেকে একাধিক এই পরিষেবা গুলো কড়া বিধিনিষেধ, দেখুন বিস্তারিত

-----------------------------------

পরিস্থিতি সামাল দিতে একাধিক ব্যবস্থা নিতে রাজি রাজ্য। জারি হল বিধি-নিষেধ। কাল থেকেই এই বিধিনিষেধ কার্যকর হচ্ছে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী করোনা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর জানিয়েছেন, কাল থেকে জারি হচ্ছে কড়া বিধিনিষেধ, কী কী বন্ধ হচ্ছে দেখে নিন এক ঝলকে

১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার। কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ, সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ, রাত ১০টার পর বন্ধ থাকবে সিনেমা হল। ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা হল, সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে’ এছাড়াও বলা হয়েছে- সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা, বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা। চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি। মৃতদেহ নিয়ে যেতে পারে সর্বোচ্চ ২০ জন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল, সন্ধে সাতটার পর কোনও ট্রেন বন্ধ! ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রো। ৫-এর বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন। কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ। মুম্বই ও দিল্লি থেকে সপ্তাহে দুটির বেশি উড়ান নয়।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close