ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী

ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী

-----------------------------------
বড়ো সাফল্য পুলিশের, ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে পাকড়াও করল মালদা মানিকচক থানার পুলিশ।  জানাগিয়েছে গোপন সূত্রের খবরের রাজ্য সড়কের ধরে নিমতলী এলাকা থেকে ধৃতদের ধরে পুলিশ। বুধবার ধৃত দুই জনকেই মালদা জেলা আদালত পাঠায় মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন,শেখ জাবির। সেখপুরা এলাকার বাসিন্দা। ওপর ধৃত রামজানি শেখ লক্ষীপুর এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান,এক রাউন্ড গুলি,একটি চাকু ও একটি সাবল।এই সমস্ত সামগ্রী দিয়ে ডাকাতির ছক ছিল বলে অনুমান পুলিশের। মঙ্গলবার রাতে সূত্র মারফত খবর পেয়ে পুলিশের দল অভিযান চালায় মানিকচকের রাজ্য সড়কের ধারে নিমতলী এলাকায়। সেখানে দুই যুবক উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে পুলিশ তাদের পাকড়াও করে তল্লাশি চালায়। আগ্নেয়াস্ত্র বেরিয়ে আসতে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় থানায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ডাকাতির ছক নিয়েই এই দুই যুবক ঘোরাঘুরি করছিল। পুলিশের তৎপরতায় সমস্ত ছক ভেস্তে যায়। বুধবার ধৃত দুই জনকেই মালদা জেলা আদালতের পাঠিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close