লাইসেন্স না নিয়ে বুক চওড়া করে গাড়ি নিয়ে ঘোরার দিন শেষ। দেখুন নতুন জরিমানার তালিকা - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, লাইসেন্স না নিয়ে বুক চওড়া করে গাড়ি নিয়ে ঘোরার দিন শেষ। দেখুন নতুন জরিমানার তালিকা

লাইসেন্স না নিয়ে বুক চওড়া করে গাড়ি নিয়ে ঘোরার দিন শেষ। দেখুন নতুন জরিমানার তালিকা

-----------------------------------
লাইসেন্স না নিয়ে বুক চওড়া করে গাড়ি নিয়ে ঘোরার দিন শেষ। এতদিন পর্যন্ত অনেকেই এমন ঘটনা ঘটিয়ে এসেছেন কারণ জরিমানার অঙ্ক কম ছিল। কিন্তু এবার থেকে তা করার আগে মানুষ দু’বার ভাববেন। কারণ জরিমানার জন্য এবার গুনতে হবে মোটা অঙ্কের টাকা।প্রজাতন্ত্র দিবসের দিন থেকে নতুন ট্রাফিক জরিমানা লাঘু করছে কলকাতা ট্রাফিক পুলিশ। আর এই জরিমানা বলবৎ হতেই বিধি ভঙ্গের অভিযোগে প্রচুর পরিমাণে জরিমানা আদায় হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আগে যা জরিমানা আদায় হত তার চেয়ে প্রায় চারগুণ বেশি জরিমানা আদায় হয়েছে প্রথম দিনে। ট্র্যাফিক জরিমানার জন্য টাকার অঙ্ক এক ধাক্কায় অনেকটাই বাড়াল রাজ্য সরকার।

দেখে নিন কোন ক্ষেত্রে জরিমানার অঙ্ক:

ড্রাইভিং লাইসেন্সবা সিএফ না থাকলে প্রথম বার দিতে হবে ৫০০ টাকা। দ্বিতীয়বার গুনতে ১৫০০ টাকা।
হেলমেট না পরলে ১০০০ টাকা।
ড্রাইভিং লাইসেন্স রাখার অনুমতি নেই অথচ গাড়ি চালাচ্ছেন এমন ক্ষেত্রে ১০,০০০ টাকা।
কন্ট্রাক্ট ক্যারেজের পারমিট থাকার পরও যেতে না চাইলে ৫০০ টাকা।
ট্রাফিক নির্দেশ না মানলে ২০০০ টাকা।
ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ৫০০০ টাকা।
ট্রাফিক পুলিসকে ভুল তথ্য দিলে ২০০০ টাকা।
নির্দিষ্ট গতির বেশি গতিতে গাড়ি চালালে হালকা যানের ক্ষেত্রে ১০০০ টাকা। মাঝারি যানের ক্ষেত্রে ২০০০ টাকা। ভারী যানের ক্ষেত্রে ৪০০০ টাকা।
বিপজ্জনক ভাবে গাড়ি চালনার জন্য ৫০০০ টাকা। একই অপরাধ তিন বছরের মধ্যে করলে ১০,০০০ টাকা।
মানসিক ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি চালালে ১০০০ টাকা।
আইন অনুযায়ী রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে ৫,০০০ টাকা।
রোড সেফটি, বায়ু দূষণ ও শব্দদূষণ আইন ভাঙলে ১০,০০০। চালকের লাইসেন্স ৩ মাস বাতিল।
সেফটি বেল্ট না বাঁধলে ১০০০ টাকা।
নির্দিষ্ট ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।
সাইলেন্স জোনে হর্ন বাজালে ১০০০ টাকা।
নির্দিষ্ট পারমিট ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close