Jalpaiguri: আংশিক লকডাউনের সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Jalpaiguri: আংশিক লকডাউনের সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার

Jalpaiguri: আংশিক লকডাউনের সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার

করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, আংশিক লকডাউনের সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার। সারা দেশে করোনা সংক্রমণ দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। জলপাইগুড়ি শহরেও প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় শহরবাসীর সুরক্ষায় লকডাউনের সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পুরসভা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজার ও দোকানগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সোমবার জলপাইগুড়ি পুরসভার আলোচনা কক্ষে একটি বিশেষ সভার আয়োজন হয়। জলপাইগুড়ি পুরসভার কনফারেন্স রুমে সদর মহকুমা শাসকের উপস্থিতিতে পুলিশ, ব্যবসায়ী সংগঠন ও অন্যান্য সংগঠনগুলির উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী ১৯, ২২, ৩০ এবং ৩১ জানুয়ারি এই চারদিন জলপাইগুড়ি পুরসভা এলাকায় সম্পুর্ন লক ডাউন থাকবে।

এই চারদিন কেবলমাত্র ঔষধের দোকান ছাড়া বাকি বাজার, ব্যবসায়ী প্রতিষ্ঠান, মুদির দোকান সহ সব কিছু বন্ধ থাকবে। এই চারদিন থাকবে শহরে টোটো ও অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টের চলাচল। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যটাজী জানান, করোনার সাথে লড়াই করার জন্য এই মাসে চারদিন পুরো শহর বন্ধ থাকবে। আগামী মাসে পুনরায় নতুন ভাবে সিদ্ধান্ত জানানো হবে।


Advertisement
close