সদ্যোজাত এক শিশু সন্তানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! সদ্যোজাত এক শিশু সন্তানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য

সদ্যোজাত এক শিশু সন্তানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য

#মালদা: সদ্যোজাত এক শিশু সন্তানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার বিকেলে মালদার মানিকচক থানার মথুরাপুরের গোয়ালপাড়া এলাকায় এই দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দেহটি কুকুরে খুবলে খাচ্ছিল বলে জানায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় মানিকচক থানার পুলিশে খবর দিলে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,কুকুর মুখে করে নিয়ে আসে গ্রামে। সদ্যোজাত শিশুটির দেহ ক্ষত-বিক্ষত রয়েছে। তবে পুত্র সন্তান না কন্যা সন্তান তা বোঝা যায়নি। পুলিশ খবর পেয়ে ছুটে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, যারা এই সমস্ত সদ্যজাত সন্তানকে ফেলে দিয়েছে। খুব অন্যায় অপরাধ করেছে। প্রশাসন যাতে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক

Advertisement
close