এই মহামারী করোনা সংক্রমনের মধ্যেও যেনো শিশুদের পড়াশোনা অব্যাহত থাকে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগ “পাড়ায় শিক্ষালয়” এর শুভ সূচনা সোমবার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে আগামী ৭ ই ফেব্রুয়ারি থেকে বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলতে পরে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি স্বপন বসাক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচি। শিশুদের অনলাইন ক্লাসে একটু সমস্যা হয়। কিন্তু পাড়ার একটি ফাঁকা জায়গায় শিশুদের দুয়ারে গিয়ে শিক্ষাদান খুবই ফলপ্রসূ হবে বলে জানান তিনি।
-----------------------------------