কোথায় রয়েছে বাঙালির বারো মাসে তের পার্বণ। বাঙালির অনেক পার্বণের মাঝে সকলের পছন্দের তালিকায় রয়েছে দোল বা হোলি (Holi)। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশির ভাগ স্থানেই রঙের উৎসব (Festival Of Colours) পালন করা হয় মহা সমারোহে। গত প্রায় দু'বছর ধরে করোনা অতিমারীর জন্য কিছুটা ছন্দপতন ঘটেছে রঙ খেলায়। সাধারণত ফাল্গুন মাসেই দোল উৎসব পালিত হয়। জেনে নেওয়া যাক এবছরের দোলযাত্রা ও হোলির দিনক্ষণ (Dol Yatra -Holi 2022 Date & Time)।
-----------------------------------
২০২২ সালের দোলযাত্রা ও হোলির তারিখ (Dol Yatra -Holi 2022 Date)
এই বছর দোলযাত্রা পড়েছে ১৮ মার্চ (বাংলায় ৩ চৈত্র)। অনেকেই আবার এই দিনটিকে বসন্ত উৎসবও বলে। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। তবে এবছর হোলি পড়েছে ১৯ মার্চ।