Job News: রাজ্যে ১৭১৯ স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, Job News: রাজ্যে ১৭১৯ স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ

Job News: রাজ্যে ১৭১৯ স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ

-----------------------------------
West Bengal Computer Teacher Recruitment 2022.
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের বিশাল একটি সুখবর। রাজ্যে এবার ১৭১৯ স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই কম্পিউটার শিক্ষক পদে আবেদন করার জন্য কোনোরূপ বি.এড ডিগ্ৰী লাগবে না। প্রতিটি জেলার স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। নিজের জেলায় এমনকি নিজের ব্লক এলাকার স্কুলে চাকরির সুযোগ রয়েছে। জানা গিয়েছে এই আবেদনটি পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। 


স্কুল কো-অর্ডিনেটর (কম্পিউটার শিক্ষক)। এই আবেদনে মোট শূন্যপদ রয়েছে- ১৭১৯ টি। জানাগেছে প্রতিটি জেলায় শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে এক বছরের ডিপ্লোমা অথবা DOEACC- A level অথবা BCA কোর্স করে থাকতে হবে। এছাড়াও সেকেন্ডারি স্কুলে অন্ততপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা এবং হায়ার সেকেন্ডারি স্কুলে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বি.এড কোর্স করা থাকলেও অগ্রাধিকার পাবেন। তবে বি.এড কোর্স বাধ্যতামূলক নয়।

আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিস্তারিত অনলাইন অ্যাপ্লাই করতে এই লিংকে ভিজিট করুন, এই পদে আবেদন করার জন্য কোনো আবেদন ফী চার্জ করে না।

প্রয়োজনীয় নথি কি কি লাগবে দেখে নিন।
১) সম্প্রতি তোলা কালার ফটো।
২) বয়সের প্রমাণপত্র।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটারের এক বছরের ডিপ্লোমা করার সার্টিফিকেট।
৫) জন্ম তারিখের প্রমাণপত্র বা আধার কার্ড।
৬) ভোটার কার্ড।
৭) বায়ো ডাটা। বায়ো ডাটা পিডিএফ ফরমেটে আপলোড করতে হবে।
৮) সিগনেচার।

উপরোক্ত সব ডকুমেন্টস গুলি অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে।

Warning! আমাদের ওয়েবসাইটে দেওয়া চাকরির খবর গুলি অন্য চাকরির ওয়েবসাইট থেকে সংগৃহীত। আমরা কোনো চাকরির দেই না। আমরা চাকরির তথ্য শেয়ার করি। কোনো চাকরির জন্য খবর বঙ্গ করো সাথে কোনো রকম কন্ট্যাক্ট করে না।

-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close