ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় কোচবিহার জেলার ৫ জনের মৃত্যু - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় কোচবিহার জেলার ৫ জনের মৃত্যু

ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় কোচবিহার জেলার ৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। শুক্রবার সেই দেহ নিয়ে আসে বাড়িতে। জানা যায় ওই যুবকের বাড়ি মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের গুমানি হাট এলাকায়। ওই ব্যক্তির নাম রঞ্জিত বর্মন। দেহ নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে এদের মধ্যে কোচবিহার জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তারমধ্যে রঞ্জিত বর্মন একজন। প্রতিবেশী এক ব্যক্তি বলেন পথ ট্রেন দুর্ঘটনায় রঞ্জিত বর্মন এর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী।

Advertisement
close