হটাৎ মুম্বইযের নানা চকে একটি বহুতল ভয়াবহ আগুন। এখন প্রযন্ত খবর অনুযায়ী ঘটনায় অন্তত দুই জন মারা গিয়েছে বলে খবর। এছাড়া ১৯ জন এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বলে খবর। ২০ তলা উঁচু বিল্ডিংয়ের ১৮ তলায় আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা যায়। সকাল ৭টা ২৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পাওযা যায়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে ১৩টি ইঞ্জিন ও সাতটি জাম্বো ট্যাঙ্কার গিয়েছে বলে খবর।
-----------------------------------