পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের! শোকের ছায়া এলাকায় - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের! শোকের ছায়া এলাকায়

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের! শোকের ছায়া এলাকায়

-----------------------------------
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার ডিটলহাট এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বুনিয়াদপুরের এক আরতদারের। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মনসুর আলী। সে বুনিয়াদপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ড বড়াইল এলাকার বাসিন্দা। জানা গেছে বুধবার সকালে বুনিয়াদপুর থেকে বাইক নিয়ে ব্যবসায়ীক কাজে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল ওই যুবক। পথে বংশীহারী ব্লকের ডিটলহাট এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দীর্ঘদিন ধরেই বুনিয়াদপুর কিষান মান্ডিতে (কৃষক বাজার) সবজির আরত ছিল তার। এলাকায় যথেষ্ট সুপরিচিত ছিল ওই যুবক। যুবকের পরিবার সূত্রে জানা যায় গত এক বছর আগেই বিয়ে হয়েছিল তার। এইদিন তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়ে পরিবার সহ সমগ্র এলাকাবাসী।
বংশীহারী থানার পুলিশ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close