সূত্রের খবর অনুযায়ী এই ভূমিকম্প, ভারত মায়ানমার সীমান্তে হয়েছিল বলে খবর। কাঁপিয়ে দিয়েছে গোটা উত্তর পূর্বের রাজ্যগুলিকে। যার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। ভারতীয় সময় ৩.৪২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের (Mizoram) চমফাই (Champhai) জেলার ৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যা রয়েছে ভারত মায়ানমার সীমান্তের কাছাকাছি।
-----------------------------------
ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে আসামের গুয়াহাটি। ভূমিকম্প টের পাওয়া যায় শিলিগুড়িতেও যা জলপাইগুড়ির এলাকা গুলিতে বিশেষ প্রভাব পড়ে নী বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বাংলাদেশেও কিছু কিছু জায়গায় কম্পনের অনুভূতি পেয়েছেন কেউ কেউ বলে খবর।
FAQ
রিখটার স্কেলে মাত্রা কত ছিল?
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬