করোনা সংক্রমণ রুখতে এবার সপ্তাহে দুই দিন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজগঞ্জ ব্লক প্রশাসন।এই সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে।
রাজগঞ্জ থানায় ব্লক প্রশাসন ও পুলিশের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সপ্তাহের সোম ও শুক্রবার রাজগঞ্জ, ফাটাপুকুর, কালীনগর ও মগরাডাঙ্গি এলাকার সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার ও রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার।