ছবি ফটোশপ (এডিট) করে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল করে দেওয়ায় অভিমানে আত্মঘাতী নাবালিকা। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকা জুড়ে। জানা গেছে, ময়নাগুড়ির চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সালতলি এলাকার ওই নাবালিকা অষ্টম শ্রেণীতে পড়তো। পাশের গ্রামের বছর ১৮’র এক যুবক প্রতিদিনই তাকে ইভটিজিং করত বলে অভিযোগ।
-----------------------------------
নাবালিকার ছবি পাশে নিজের ছবি বসিয়ে ওই যুবক সোশ্যাল মিডিয়াতে তা ভাইরাল করে দেয় বলে অভিযোগ। আর এই অভিমানেই শুক্রবার সে দুপুর সাড়ে বারোটা নাগাদ নিজের বাড়িতেই গলায় ফাঁসি দিয়ে আত্মঘাতী’ হয় বলে পরিবার সূত্রে দাবি। অভিযুক্ত যুবক পলাতক। তার বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে ময়নাতদন্ত হয় মৃতার। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।