#বেলাকোবা, ৩১ জানুয়ারি ২০২২: মহিলা ও শিশুর জোড়া মৃতদেহ উদ্ধার। রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের গেটবাজার ক্যানেলের ব্রিজে হটাৎ ভেসে উটলো জোড়া মৃত দেহ। একটি মহিলা এবং একটি শিশুর। মহিলার বয়স আনুমানিক ২৭- ২৯ এবং শিশুটির বয়স আনুমানিক ১০-১২। স্থানীয় গ্রামবাসীরা বিকেল ২:৩০ নাগাত মৃতদেহগুলোকে ক্যানেলে ভেসে উটতে দেখলে তৎক্ষণাৎ খবর দেয় মিলন পল্লী থানার পুলিশকে। কিছুক্ষণ বাদেই মিলন পল্লী থানার পুলিশ এসে মৃতদেহগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে মৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
-----------------------------------