কেরালায় বানর জ্বরে আক্রান্ত ২৪ বছরের যুবক। জ্বর নিয়ে আপাতত হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন। কেরালার থিরুন্নেলি গ্রাম পঞ্চায়েতের পানাভ্যালি আদিবাসী বসতিতে বাস করতেন ওই যুবক।স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষ এই জ্বর নিয়ে সচেতনতা জারি করেছেন। জ্বরে আক্রান্ত এই যুবকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং নতুন কোন সংক্রমণের খবর পাওয়া যায়নি। তিনি সংক্রমিত হয়েছেন কায়সানুর ফরেস্ট ডিজিজ বা বানর জ্বরে , এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা । ২৪ বছর বয়সী ওই যুবককে মানন্তবাদী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং তাকে চিকিত্সকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
-----------------------------------