শতাধিক পরিযায়ী পাখির মৃত্যুতে চাঞ্চল্য বেলাকোবার মন্থনী এলাকায়, এরই পাশে বৈদ্যুতিক টাওয়ারের ভয় - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, শতাধিক পরিযায়ী পাখির মৃত্যুতে চাঞ্চল্য বেলাকোবার মন্থনী এলাকায়, এরই পাশে বৈদ্যুতিক টাওয়ারের ভয়

শতাধিক পরিযায়ী পাখির মৃত্যুতে চাঞ্চল্য বেলাকোবার মন্থনী এলাকায়, এরই পাশে বৈদ্যুতিক টাওয়ারের ভয়

-----------------------------------

#বেলাকোবা: জলপাইগুড়ি সদর ব্লকের মন্থনীর বাংলা বান্ধা গ্রামীণ এলাকায় শতাধিক পরিযায়ী পাখির মৃত্যুতে আতঙ্কিত এলাকাবাসী। প্রতিদিনের মতো এদিনও গ্রামের মানুষরা মাঠে কাজ করছিলেন তখনই হটাৎ তাদের চোখ যায় একটি বৈদ্যুতিক টাওয়ারের নিচে কয়েকটি কুকুর মিলে খাচ্ছিলো সেই পরিযায়ী মৃত পাখিগুলোকে।
 তৎক্ষণাৎ গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় শতাধিক পরিযায়ী পাখি মৃত অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক টাওয়ারের নিচে। ঘটনার কিছুক্ষণ পরেই খবর দেওয়া হয় বনকর্মীদের। গ্রামবাসীরা জানায় সেই পাখিগুলো বৈদ্যুতিক টাওয়ারের উপরে দেখা যায়।
তবে এই পাখিগুলি এখানের না, এসব পরিযায়ী পাখি। কি কারণে এতগুলো পাখির একসঙ্গে মৃত্যু ঘটলো তা নিয়ে চিন্তিত আমরা। গ্রামবাসীদের অভিযোগ সেই বৈদ্যুতিক টাওয়ারে নেই কোন বিপদজনক বিজ্ঞপ্তি। সেই বৈদ্যুতিক টাওয়ার ৩ বছর আগে নির্মাণ হয়েছিল। সেই বৈদ্যুতিক টাওয়ারের নিচে গ্রামের সকল বাচ্চারা প্রতিনিয়ত খেলাধুলা করে। এরই পাশাপাশি একটি বাড়ির উপর দিয়ে গেছে এই বৈদ্যুতিক টাওয়ারের তার। সেই বাড়ির মালিক বলেন আমরা কাঁচা কাপড় রদ্রে সুখোতে দিতে পারিনা। শরীর শক খাওয়ার মত ঝিমঝিম করে উঠে। এমনকি বৃষ্টির দিনে হাটাচলারও অসুবিধা হয়। বাড়ির মালিক জানায় এই বিষয়ে টাওয়ার কর্তৃপক্ষকে জানানো পরও আজ পর্যন্ত কোনো সুরোহা পায়নি।

-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close