জানা গিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে বেলাকোবা বনদপ্তর এর রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে এদিন শিলিগুড়িতে একটি অভিযান চালিয়ে। মিজোরাম থেকে অন্ধ্রপ্রদেশে যাওয়া একটি ট্রাক থেকে কাঠের তৈরি ফার্নিচার চেয়ার আরো অন্যান্য বার্মাটিক কাঠের তৈরি সামগ্রী উদ্ধার করে।
-----------------------------------
যার বাজারমূল্য ১৫ লক্ষ টাকা। শিলিগুড়িতে সেই গোপন সূত্রের ভিত্তিতে গাড়িটিকে তল্লাশি চালিয়ে উদ্ধার করে। তবে চালক এবং চালকের সহকর্মী দুজনই পালিয়ে যান। সেই ট্রাকটিকে এবং কাঠের তৈরি ফার্নিচার গুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে বেলাকোবা বনদপ্তর।