উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার সুখিধাং-ডান্ডামিনার সড়কে একটি গাড়ি গভীর খাদে পড়ে। এই দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং দু'জন আহত হয়েছে। মঙ্গলবার এই খবর জানিয়েছে পুলিশ। সোমবার রাত ১০টার গাড়িটি নাগাদ বিয়েবাড়ি থেকে ফিরছিল। গাড়িটি তনকপুরের থেকে ডান্ডা কাকনাই গ্রামে ফেরার মাঝপথে এই দুর্ঘটনা ঘটে।ঘটনার কথা মঙ্গলবার ভোররাতে পুলিশের কাছে পৌঁছায়। যার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। চম্পাওয়াতের পুলিশ সুপার দেবেন্দ্র পিঞ্চা জানিয়েছেন, আপাতত খাদ থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের দ্রুত চম্পাওয়াতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।