ভোররাতে আনুমানিক সাড়ে তিন চার লাখ টাকার করলা ক্ষেত নষ্ট করল দুষ্কৃতীরা। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ গ্রাম পঞ্চায়েতেরতের অন্তর্গত ময়নাতলি এলাকার ঘটনা। জানা গেছে, ক্ষিতীশ সরকার নামে এক কৃষক ৫ বিঘা জমিতে করলা লাগিয়েছেন। আর গতকাল ক্ষিতীশ সরকারের ছেলের বিয়ে থাকায় সবাই ব্যস্ত ছিলেন।
-----------------------------------
এরপর বুধবার সকালে দেখতে পারেন কেউ বা কারা তাদের জমির ফসল নষ্ট করে দেয়। এর আগেও আশেপাশের বেশ কয়েকজনের ফসল দুষ্কৃতীরা ক্ষতি করেছে বলে জানা গেছে। ঘটনায় ইতিমধ্যে তারা ধূপগুড়ি থানায় অভিযোগ জানানো হয়েছে।