একের পর এক সাফল্যের পর আবার বিশাল সাফল্য পেল বেলাকোবার বনকর্মীরা। এদিন সকাল নাগাত ওদলা বাড়ির এলাকায় দুটি হাতির দাত সহ ৩ জন পাচারকারিকে গ্রেপ্তার করে বেলাকোবার বনকর্মীরা। সূত্রের খবর এই হাতির দাত তারা ১০ লাখ টাকার মুল্যে একটি চার চাকার আল্টো গাড়িতে করে, কুমাড়গ্রাম থেকে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বেলাকোবা বনকর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে তাদের এদিন সকালে ওদলাবাড়ি এলাকায় গ্রেফতার করে। এই দুটি হাতির দাঁতের ওজন ২ কিলো ১০০ গ্রাম হয়। ধৃতরা হলো, জয়নাল হক, মোজাম্মেল হক, এরা শামুকতলার বাসিন্দা এবং এরশাদ মিয়া, কুমারগ্রামের বাসিন্দা। এবিষয়ে বৈকন্ঠপুর বন বিভাগের d.f.o. জানান সম্পূর্ণ বিষয় তদন্ত হচ্ছে। বুধবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।
-----------------------------------