বড় পর্দায় ফের ফিরে আসছে ৯০ দশকের শক্তিমান - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, বড় পর্দায় ফের ফিরে আসছে ৯০ দশকের শক্তিমান

বড় পর্দায় ফের ফিরে আসছে ৯০ দশকের শক্তিমান

-----------------------------------
২৭ সেপ্টেম্বর ১৯৯৭ তারিখ থেকে ২৭ মার্চ ২০০৫ পর্যন্ত ডিডি ন্যাশনাল এটি প্রচারিত হয়েছিল। এটি পরে পোগো তে ইংরেজিতে, তরঙ্গ টিভিতে ওড়িয়া ও চুট্টি টিভিতে তামিল ভাষায় সম্প্রচারিত হয়। রবিবার মানেই টিভির পর্দায় শক্তিমান । ৯০ দশকের ছোটদের অন্যতম প্রিয় অনুষ্ঠান ছিল এই শক্তিমান। বৃহস্পতিবার সন্ধ্যায়, সোনি পিকচার্স ইন্ডিয়া টুইটারে শক্তিমানের ফিরে আসার খবর শেয়ার করা হয়। মুক্তি পায় ছবির টিজার। এখানেই একটি উড়ন্ত ক্যামেরা এবং চশমা দেখানো হয়েছে, যেগুলো শক্তিমানের সাধারণ রূপ সাংবাদিক গঙ্গাধর শাস্ত্রীর পরিচিত সিম্বল, এখানেও শেষ নয়, চোখে পড়ে সুপারহিরোর বুকে প্রতীকটি। ভিডিওটিতে লেখা রয়েছে, "যেহেতু অন্ধকার এবং খারাপ প্রভাব মানবতার উপর বিরাজ করছে, তাই এবার তার ফিরে আসার সময় হয়েছে।" এরপর টিজারে শক্তিমান এর পোশাককে আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়। তবে থিক কারা থাকতে চলেছেন ছবির মুখ্য চরিত্রে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close