ভোপালে হিজাব পরে স্পোর্টস বাইক চালালো মেয়েরা। হিজাব বিতর্কে উত্তাল কর্নাটক। বিজেপি শাসিত এই রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিয়ে প্রতিবাদে সামিল মুসলিম মেয়েরা। এবার ভোপালের ভিআইপি রোডে হিজাব পরে মেয়েদের স্পোর্টস বাইক চালানোর ভিডিয়ো ভাইরাল হল।
-----------------------------------
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় চারজন যুবতীদের বাইক চালাতে দেখা যাচ্ছে। বাইকে তিনজন মেয়েকে বসে আছে। ভোপালের ভিআইপি রোড দিয়ে বাইক উড়িয়ে নিয়ে যাচ্ছিল তারা। বাইকে চড়া দুই যুবতী কখনও ভিকট্রি চিহ্ন দেখায় কখনও ফ্লাইং কিস দিয়ে বাইক চালিয়ে নিয়ে গেল।