রাজগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে চলছে পড়াশোনা। তেমনি ফারাবাড়ী নেপালি বস্তির প্রাইমারি প্রায় 66 জন ছাত্র-ছাত্রী আছে। করোণা মহামারীর নিয়মকানুন মাথায় রেখে এই স্কুলের প্রধান শিক্ষক বিজয় রাই সমস্ত ছাত্রছাত্রীকে তিন চারটি জায়গায় ভাগ করে পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে শিশুদের শিক্ষাদান করা যায় এবং সামাজিক দুরত্ব যানা মানা যায় তার ব্যবস্থা করেছেন। পাড়ায় শিক্ষালয়ে আসা প্রত্যেক শিশুকে মাক্স বাধ্যতামূলক করা হয়েছে বলে তিনি জানান। তিনি আমাদের আরও জানান যে মিড ডে মিলের খাবার পরিবেশন ও শিশুদের প্রস্রাব খানা যেতে কিছুটা সমস্যা হয় এই ব্যবস্থায়।
-----------------------------------