শিলিগুড়ি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছেন প্রাক্তন মেয়র তথা সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। তৃণমূলের মহম্মদ আলমের কাছে অশোক ভট্টাচার্য ৩০০-র বেশি ভোটে পরাজিত হয়েছেন। আগের পুরবোর্ডের মেয়র ছিলেন অশোক। হারের পর তিনি বলেছেন একটা বিপর্যয় হয়েছে। যে ভোট বিজেপিতে গিয়েছিল সেই ভোট বামেদের কাছে ফেরত আসার বদলে তৃণমূলের বাক্সে ঢুকেছে। পলিটিক্যাল রিজেকশন হয়েছে। তবে বামপন্থী রাজনীতি করলে হতাশায় ডুবে গিয়ে ঘরে বসে গেলে হবে না। বিধানসভা ভোটে হারের পর নির্বাচনী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন প্রাক্তন মন্ত্রী-মেয়র অশোক ভট্টাচার্য। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অশোক ভট্টাচার্যকে ফোন করে পুরভোটে লড়াইয়ের কথা বলেন। এরপরেই তিনি শিলিগুড়ির পুরভোটে প্রার্থী হন। এদিকে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে ৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের গৌতম দেব। জয় প্রসঙ্গে গৌতম দেব বলেছেন ২০০৯-র পর ২০২২-এ প্রায় ১৩-১৪ বছর পর একটা বৃত্ত সম্পন্ন করতে পেরেছেন। এই জয় শিলিগুড়িবাসীর জয়। অশোক ভট্টাচার্য-র পরাজয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন ৭৩-৭৪ বছর বয়স হয়ে গিয়েছে এবার একটু থামতে জানতে হবে। অন্যদিকে ১২ নম্বর ওয়ার্ডে হেরে গিয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নান্টু পালও। সোর্স এস নিউজ
-----------------------------------