অলিম্পিক কমিটির অধিবেশন বসবে মুম্বইতে, প্রায় ৪০ বছর পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন মুম্বইতে আয়োজন করবে ভারত । ২০২৩ সালের ১৪০ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন হতে চলেছে এটি।এর আগে ১৯৮৩ সালে নতুন দিল্লিতে এই অধিবেশনের আয়োজন করা হয়েছিল।শনিবার শীতকালীন অলিম্পিকের ফাঁকে বেজিংয়ে অনুষ্ঠিত বিডে ভারত এই অধিবেশন আয়োজনের দায়িত্ব পায়। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য নীতা আম্বানি, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং অলিম্পিকে স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রাকে নিয়ে গঠিত ভারতীয় প্রতিনিধি দলটি বেজিংয়ে ১৩৯ তম আইওসি অধিবেশনে ভারতের উপস্থাপনা করেন।