চুরি করেও শেষ রক্ষা হল না, পালাতে গিয়ে ট্র্যাফিক পুলিশের তৎপরতার বাইক সহ ধৃত অভিযুক্ত - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! চুরি করেও শেষ রক্ষা হল না, পালাতে গিয়ে ট্র্যাফিক পুলিশের তৎপরতার বাইক সহ ধৃত অভিযুক্ত

চুরি করেও শেষ রক্ষা হল না, পালাতে গিয়ে ট্র্যাফিক পুলিশের তৎপরতার বাইক সহ ধৃত অভিযুক্ত

চুরি করেও শেষ রক্ষা হল না। পালাতে গিয়ে ট্র্যাফিক পুলিশের তৎপরতার বাইক সহ ধৃত অভিযুক্ত। বাইক নিয়ে যেতে গিয়ে রাস্তায় পরে গিয়েছিল মিথিলেশ মিশ্র নামের এক যুবক। জিটি রোডের বাদামতলার কাছে এই ঘটনায় তাকে তুলতে এগিয়ে এসেছিলেন বালি ট্রাফিকের এক অস্থায়ী হোমগার্ড ইমরান আনসারি। কিন্তু বাইকের চাবি দেখতে না পেয়ে তাঁর সন্দেহ হয়। তিনি মিথিলেশের কাছে জানতে চান বাইকের চাবি কোথায়। তখন মিথিলেশ উত্তর দেয়, চাবি উত্তরপাড়ার বাড়িতে রয়েছে। তাতে আরও সন্দেহ বাড়ে ইমরানের। তখন তিনি বাইকের কাগজপত্র দেখতে চান। কিন্তু তাও দেখাতে পারেনি মিথিলেশ। বরং টাকা নিয়ে বিষয়টি সালটে নেওয়ার জন্য প্রস্তাব দেয় বলেও অভিযোগ ইমরানের। এরপরে তিনি বাইক সহ মিথিলিশকে আটকে রাখেন।

খবর পেয়ে সেখানে পৌঁছন বালি ট্রাফিক গার্ডের অফিসার। অন্য দিকে সেই সময় বাইক খুঁজে না পেয়ে থানায় যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা দীপঙ্কর সরকার। রাস্তায় নিজের বাইক দেখতে পেয়ে তিনি এগিয়ে যান। পুলিশষ কর্মীদের বিষয়টি জানান। এরপরে মিথিলেশকে বালি থানার হাতে তুলে দেন ট্রাফিক অফিসারেরা। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। দীপঙ্কর জানাচ্ছেন তিনি বাইকটি রেখে দোকানে ঢুকেছিলেন। সেই সুযোগে বাইকটি কিছু দিয়ে খুলে পালাচ্ছিল মিথিলেশ।

Advertisement
close