চিতা বাঘের চামড়া পাচারের আগেই বেলাকোবা বনকর্মীদের হাতে গ্রেপ্তার দুই - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! চিতা বাঘের চামড়া পাচারের আগেই বেলাকোবা বনকর্মীদের হাতে গ্রেপ্তার দুই

চিতা বাঘের চামড়া পাচারের আগেই বেলাকোবা বনকর্মীদের হাতে গ্রেপ্তার দুই

#বেলাকোবা: ফের বিশাল সাফল্য বেলাকোবা বনকর্মীদের। কয়েকদিন থেকেই বড়ো সাফল্যের পায়ে হাঁটছে বেলাকোবা বনকর্মীরা। এর মাঝেই আরো একবার বিশাল সাফল্য পেলো বেলাকোবা বনকর্মীরা। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে। এদিন শিলিগুড়ি জলপাই মোর এলাকা থেকে শনিবার সকালে একটি ছোট যাত্রীবাহী গাড়ির মধ্যে থাকা একটি স্কুল ব্যাগ থেকে চিতাবাঘের চামড়া উদ্ধার হয়। চিতা বাঘের চামড়া সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা।

ধৃতরা হলো পাসাং লামা (৩৯ ) ও সিরিং তামাং(৩৫)। জানা গিয়েছে ধৃতরা দার্জিলিংয়ের বাসিন্দা। সেই চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। ধৃতরা বনদপ্তরের আধিকারিকদের জেরায় স্বীকার করেছে সেই পূর্ণবয়স্ক চিতাবাঘটি পাহাড়ের গায়ে জাল পেতে ধরা হয়েছিল। এবং সেই বাঘটি মেরে তার চামড়া ছাড়ানো হয়েছিলো। বেলাকোবা বনদফতর সূত্রে খবর রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

Advertisement
close