ভয়াবহ অগ্নিকান্ডের জেরে ভস্মীভূত হলো এক কৃষক গৃহস্তের বাড়ি। বৃহস্পতিবার রাত সাতটা পাচঁ নাগাদ শিকারপুর অঞ্চলের বাবুপাড়া নারায়ণ রায়ের বাড়িতে ঘটনাটি ঘটেছে। কিছুই বাচানো যায় নি, আগুনে পুরে সব শেষ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণ রায়ের স্ত্রী নিজের বাড়িতে সন্ধ্যা প্রদীপ দিয়ে পাশের বাড়িতে গিয়েছিল। এরি মধ্যে সেই সন্ধ্যা প্রদীপ থেকে আগুন লাগে তার বাড়ির পাটের বেড়ায়। এরপর আস্তে আস্তে আগুন ছড়িয়ে পরতে থাকে। আগুনের তাপে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়। মুহূর্তে গোটা বাড়ি আগুনের গ্রাসে। আগুনের ঘটনা টের পেয়ে নারায়ণ রায়ে স্ত্রী ছুটে আসে পেয়ে কিন্তু তার কিছু করার ছিল না, ক্ষণিকের মধ্যে আশেপাশের বাসিন্দারা বিষয়টি জানতে পেরে ছুটে আসেন। গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বেলাকোবা ফাড়ির পুলিশ ও একটি দমকল ইঞ্জিন। কিন্তু ততক্ষণে আগুনে বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রূপালি দে বলেন বিষয়টি তিনি বিডিওকে জানিয়েছেন, বিডিও আশ্বাস দিয়েছেন আগামীকাল তার বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে তদন্ত করে তার ভিত্তিতে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।