ফেসবুক মাধ্যমে পরিচয়, এরপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান ২ যুবক। অবশেষে, ১০ দিনের মাথায় নিখোঁজ ২ যুবককেই উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ। দুই বন্ধুকেই উত্তরপ্রদেশের নয়ডার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে রাজগঞ্জ থানার এসআই মনসুর উদ্দীনের নেতৃত্বে পুলিশ ২ নিখোঁজ বন্ধুকে উদ্ধার করেছে।
মাস কয়েক আগে ফেসবুক মাধ্যমে দু’জনের আলাপ হয়েছিল। সম্ভবত দুই বন্ধু পরিকল্পনা করে বাড়ি থেকে বের হয়েছিল। সেখানে থেকে শিয়ালদা এবং তারপর উত্তরপ্রদেশে নয়ডায় গিয়ে ওঠে। সেখানে দু’জনেই একটি হোটেলে কাজ করছিলেন বলে খবর। যাওয়ার পথে খরচের টাকা জোগাড় করতে দু’জনেই নিজেদের দামী মোবাইল ফোন বিক্রি করে দিয়েছিলেন।
জানা গিয়েছে, গত ১৯ তারিখ শনিবার রাজগঞ্জে বন্ধু তারিফের বাড়িতে আসে ময়নাগুড়ির বিজয়। রবিবার সকাল সকাল শহরে যাচ্ছি বলে বেরিয়ে পড়ে। তারপর থেকেই আর কোনও খোঁজ নেই। গত ২১ তারিখে দু’জনের নামে নিখোঁজ ডায়েরি থানায় জমা করতেই তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে ১০ দিনের মাথায় এসআই মনসুর উদ্দীনের নেতৃত্বে পুলিশ ২ নিখোঁজ বন্ধুকে উদ্ধার করেছে। রাজগঞ্জের নিখোঁজ যুবক তারিফ হোসেন এবং ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার বিজয় বিশ্বাসকে বুধবার সকালে নয়ডার সেক্টর ফাইভের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়। নিখোঁজ দুই বন্ধুকে উদ্ধারের খবরে পরিবার এবং এলাকাবাসীরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার জলপাইগুড়িতে ফিরে আসার কথা রয়েছে দু’জনের।