নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলের জলে তলিয়ে গেল চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি। এই ঘটনায় গুরুতর আহত হন চালক।এরপর এলাকাবাসীরা এসে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে গজলডোবা ক্যানেল রোডে শিমুলগুড়ি এলাকায়। গাড়ির চালক একজন ভারতীয় সেনা জওয়ান। তার নাম মেজর সাকেত রঞ্জন।
-----------------------------------
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই জওয়ান ক্যানেলে ব্যক্তিগত গাড়ি চালিয়ে গজলডোবার দিকে যাচ্ছিলেন । শিমুলগুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলের জলে পড়ে যায় । স্থানীয়রা গাড়ি থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জের মিলনল্লি ফাঁড়ির পুলিশ । পুলিশ গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় মিলনপল্লি ফাঁড়িতে। এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।