এবার নেট মাধ্যমে ছড়ালো নাগরদোলা থেকে ভেঙে পড়া ভিডিও নিয়ে ভুয়ো খবর রাজগঞ্জ এবং জলপাইগুড়িতে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি ভিডিওটি আপলোড করে ক্যাপশন লিখেছেন রাজগঞ্জের ভদ্রেশ্বর মেলার ঘটনা। কেউ আবার লিখেছেন জলপাইগুড়ি জল্পেশ মেলার ঘটনা। তবে ফ্যাক্ট চেক এর মাধ্যমে আমরা জানতে পারি ভিডিওর বিষয়টি পুরোই মিথ্যে। গাজীপুর ডিজিটাল সংবাদ মাধ্যমে ও ইউটিউব মাধ্যমে জানা গিয়েছে সেই ভিডিওটি গাজীপুর মেহের ধামের একটি মেলার ভিডিও।
সেদিন নাগরদোলা থেকে পড়ে গিয়ে আহত হয় অনেক কয়েক জন। তার কিছুক্ষণ বাদেই নাগরদোলার ওপর ক্ষোভ উগ্রে দেয় মেলায় থাকা মানুষেরা। আর সেই ভিডিওই ফেসবুক মাধ্যমে ভাইরাল হচ্ছে রাজগঞ্জ এর ভদ্রেশ্বর মেলা এবং জলপাইগুড়ি জল্পেষ মেলার নামে। দেখা গিয়েছে সেই ভিডিওটি তিনদিন আগেই আপলোড হয়েছে ইউটিউব এবং ফেসবুক মাধ্যমে। গাজীপুরের ডিজিটাল মিডিয়ার সংবাদ মাধ্যমেও জানা গিয়েছে সেই ঘটনার বিষয়ে। তবে রাজগঞ্জ এবং জলপাইগুড়ি নিয়ে এই ভুয়ো খবর কে ছড়ালো তা অজানা।
দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও