সেবক করোনেশন সেতুর উপর গাড়ি বিস্ফোরণের শ্যুটিং, কেপে উঠলো এলাকা! - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! সেবক করোনেশন সেতুর উপর গাড়ি বিস্ফোরণের শ্যুটিং, কেপে উঠলো এলাকা!

সেবক করোনেশন সেতুর উপর গাড়ি বিস্ফোরণের শ্যুটিং, কেপে উঠলো এলাকা!

সেবকের করোনেশন সেতুর উপর গাড়ি বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়াল লাগোয়া এলাকায়। সেতুর ওপর দাঁড়িয়ে থাকা ওই গাড়িটিতে বিকট শব্দের পর দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সেতুর ওপর এই ভাবে একটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকায় বেশ কিছুক্ষণের জন্য ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। কী ভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।

স্থানীয় সুত্রে খবর, বৃহস্পতিবার সকালে হঠাৎই ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজে একটি গাড়ি দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। কিছুক্ষণের মধ্যে একেবারে ব্রিজের মাঝখানে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় সেবক ও মংপং থানার পুলিশ। ভৌগলিক দিকে থেকে এই ব্রিজ গুরুত্বপূর্ণ। ৩১ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ স্থাপন করে করোনেশন ব্রিজ। 

পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় মুম্বইয়ের একটি সংস্থার ওয়েব সিরিজের শুটিং চলছে। এই বিস্ফোরণ তারই অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে করোনেশন সেতু একটি স্পর্শকাতর এলাকা। প্রাচীন ঐতিহ্যবাহী এই সেতুটির অবস্থাও খুব একটা ভালো নয়। পাশাপাশি অভয়ারণ্য সংলগ্ন এলাকা হওয়ায় জায়গাটিতে বাঁদর সহ বিভিন্ন পাখি ও বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে। সেক্ষেত্রে বিপুল পরিমাণ শব্দ ও ধোঁয়া সহযোগে এহেন বিস্ফোরণ কতটা সমীচিন তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Advertisement
close