রাতের অন্ধকারেই দুষ্কৃতীরা ভেঙে দিল প্রাইমারি স্কুলের দেওয়াল। দেখা গিয়েছে প্রাইমারি স্কুলের আশে পাশেই পড়ে রয়েছে অনেক মদের বোতল এবং গ্লাস। ঘটনাটি ঘটেছে বেলাকোবা সি. এস. টু প্রাইমারি স্কুলে। প্রশাসনের দ্বারস্থ হলেন স্কুল কর্তৃপক্ষ। এবিষয়ে স্কুলের এক শিক্ষিকা দীপান্বিতা ভৌমিক জানিয়েছেন দুষ্কৃতীরা স্কুলের দেয়াল ভেঙে স্কুলে প্রবেশ করার প্রয়াণ চেষ্টা করেছিলেন, শুধুই কি মদের আসর নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য? আশঙ্কা করছেন স্কুল কর্তৃপক্ষ, ঘটনাটি ঘটার পর খবর দেওয়া হয় বেলাকোবা ফাঁড়ির পুলিশকে, এবিষয়ে বেলাকোবা ওসি বুদ্ধদেব ঘোষ জানান স্কুলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে এলাকায় প্রশাসনিক নজরদারি ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।