ফাটাপুকুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন। স্থানীয় সূত্রে খবর এদিন রবিবার দুপুর ১২ টা নাগাত, ফাটাপুকুরের চাপাতির কিছুদুর সামনে এক স্থানীয় রাস্তা পার হচ্ছিলেন। তখনই হঠাৎ এক ব্যক্তি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তখনই পাশ কাটাতে গিয়েই মানসিক সন্তুলন হারিয়ে এই পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছায় ফাটাপুকুরের ট্রাফিক পুলিশ।
-----------------------------------
জানা গিয়েছে দুজনের মধ্যে একজন স্থানীয় বাসিন্দার নাম আলী আকবর, বাড়ি রাজগঞ্জের গঠিয়া গঞ্জ (৬২-৬৫) । এবং আরেকজনের বাইকে উত্তরপ্রদেশের নাম্বার ছিল (UP 12 AB 3516 )। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। আহত দুজনকে গুরুতর অবস্থায় সরকারি অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।