প্রয়াত তৃনমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা বিশিষ্ট চা শিল্পপতি কৃষ্ণ কুমার কল্যানী। জানাগীয়েছে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে গতকাল দুপুরে জলপাইগুড়ির একটি নার্সিং হোমে ভর্তী করা হয়েছিল, তৃনমূলের প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী'কে। সূত্র মারফত খবর, রাতে সেখানেই তার হার্ট অ্যাটাক করায়, পরলোক গমন করেন তিনি। বুধবার তাঁকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়ার কথা ছিল, তার আগেই চলে গেলেন পরলোকে। মৃত্যু কলে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ঘটনা ঘিরে শোকের ছায়া বিভিন্ন মহলে।