৩৪ টিয়া পাখি সহ দু'জনকে গ্রেফতার করল বেলাকোবা বনদপ্তর - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ৩৪ টিয়া পাখি সহ দু'জনকে গ্রেফতার করল বেলাকোবা বনদপ্তর

৩৪ টিয়া পাখি সহ দু'জনকে গ্রেফতার করল বেলাকোবা বনদপ্তর



বেলাকোবা: ফুলবাড়ী এন. এস. ৩১ এর পার্শ্ববর্তী এলাকা থেকে ৩৪ টিয়া পাখি সহ দু'জনকে গ্রেফতার করল বেলাকোবা বনদপ্তর। সূত্রের খবর, বিধান নগর খড়িবাড়ি এলাকার ঝরনা মেলায় গত দুইদিন থেকেই দিনের আলোয় চলছিল সেই টিয়াপাখি গুলোর খাচায় করে কেনাবেচা। সেই খবর বেলাকোবা রেঞ্জ অফিসের সঞ্জয় দত্তের নেতৃত্বে এদিন ফুলবাড়ী এন. এস. ৩১ এর পার্শ্ববর্তী এলাকা থেকে ৩৪ টিয়া পাখি সহ দু'জনকে গ্রেফতার করেন।

জানা গিয়েছে সেই মেলায় একেকটি টিয়াপাখির মূল্য ছিল ১৩০০ টাকা। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বনদপ্তর, জানা গিয়েছে তারা দুজনেই বিহারের বাসিন্দা, একজন নুষ্ছেত শিকারি এবং আরেকজনের নাম মোহাম্মদ মুস্তার। বন বিভাগের খবর অনুযায়ী সেই টিয়াপাখি গুলিকে শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে ছেড়ে দেওয়া হবে। এবং গ্রেফতার দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

Advertisement
close