লোকালয়ে বাইসনের তাণ্ডব ঘিরে আতঙ্কিত স্থানীয়রা। জানা গিয়েছে এদিন মঙ্গলবার সকালে একটি বাইসন লাটাগুড়ির জঙ্গল থেকে হটাৎ বেরিয়ে চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সেঙ্গপাড়া গ্রামে ঢোকে। তারপরেই সেখান থেকে বুনোটি প্রথমে ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের নগরডাঙ্গা ও পরে খালপাড়ার একটি চা বাগানে আশ্রয় নেয়। এবং খালপাড়ায় একটি ছাগল ও একটি গোরুকে মেরে ফেলে বাইসনটি।
সূত্রের খবর বাইসনের হামলায় মৃত্যু হয়েছে একটি গোরু ও একটি ছাগলের।ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকে। এদিন মঙ্গলবার সকালে বাইসনটি চাপাডাঙ্গা ও ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়ায়, এলাকাজুড়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অপালচাঁদ রেঞ্জের বন ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ কর্মীরা। এদিন মঙ্গলবার, বন দপ্তরের তরফে জানানো হয়েছে, বাইসনটিকে ঘুমপাড়ানিতে গুলিতে কাবু করে বাইসনটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।