অনুপম রায়, বেলাকোবা, ৩১ মে: বট পকুরের বিয়ে, সেই চিত্র দেখা গেলো এবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের অন্তর্গত বেলাকোবার মালিভিটায়। এদিন মঙ্গলবার মালিভিটা গ্রামের খগেন্দ্রণাথ মজুমদার জানিয়েছেন, ১০ বছর আগে ২ টি গাছ লাগিয়েছিলেন, যা ছিলো বট ও পাকুড়ের গাছ। এদিন প্রায় ১০ বছরের বেশি সেই দুই গাছের বয়স হয়ে যাওয়াতে তাদের বিয়ে সারেন খগেন্দ্রনাথ বাবু। শুধু বিয়ে নামই নয়। রীতি মতো ঠিক মানুষের বিয়ের মতোই করা হয়েছে আয়োজন।
করা হয়েছে গ্রামবাসীকে খাওয়ানোর অনুষ্ঠান। এমন কি মানুষের বিয়ের মতই একই ভাবে হিন্দু সমাজের ব্রাহ্মণ এবং পূজারী দিয়ে সারা হয় বিয়ের অনুষ্ঠান। বট গাছের পক্ষে ছিলেন মালিভিটার খগেন্দ্রনাথ মজুমদার। এবং কণে গাছের পক্ষে কন্যাদান করেন মান্তাদারি অঞ্চলের গেটবাজার এলাকার খিরেন রায়। ঠিক মানুষের মতোই আসেন বরযাত্রী এবং আয়োজন করা হয়েছে বাজনাও। গানে বাজনায় বিয়ের আনন্দে মেতে ওঠেন গ্রামবাসী।