ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে। পশ্চিম দিল্লির (Delhi) মুন্দকা (Mundka) মেট্রো স্টেশনের ৫৪৪ নম্বর পিলারের কাছে একটি বহুতলে আগুন লাগে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধেয় পশ্চিম দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের কাছে একটি বাণিজ্যিক বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে ধীরে ধীরে আগুন ছড়াতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। মুহূর্তে সেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সূত্রের। ওই বাড়িটি বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হত। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Delhi Fire)
প্রধানমন্ত্রী মোদী ঘটনা নিয়ে শোক প্রকাশ করে জানান পরিবারের প্রতি সমবেদনা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, আমি অফিসারদের সঙ্গে যোগাযোগ করছি, এনডিআরএফ সাহায্যের জন্য যাচ্ছে।
Extremely saddened by the loss of lives due to a tragic fire in Delhi. My thoughts are with the bereaved families. I wish the injured a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) May 13, 2022
এ দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। প্রথমে আগুনের তীব্রতা দেখে ২০টি দমকলের ইঞ্জিন নামানো হয়েছিল। শেষ পাওয়া খবর, ২৪টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট হয়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে বলে জানান দমকল আধিকারিক। পাশাপাশি ওই বিল্ডিংয়ে অগ্নি০নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। (Mundka Delhi Fire)
দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনার নিয়ে শোকপ্রকাশ করে ট্যুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, দিল্লিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের কারণে বিপুল সংখ্যক প্রাণহানির খবরে অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। (Delhi Fire News)Extremely shocked and saddened by the sudden news of loss of a huge number of lives due to a tragic fire incident in Delhi today. Heart - felt condolences to the relatives of victims. Pray for quick recovery of the injured.
— Mamata Banerjee (@MamataOfficial) May 13, 2022