Viral: গুটখার পিক বিমানের জানলার গায়ে। নেট দুনিয়ায় আলোচনা - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Viral: গুটখার পিক বিমানের জানলার গায়ে। নেট দুনিয়ায় আলোচনা

Viral: গুটখার পিক বিমানের জানলার গায়ে। নেট দুনিয়ায় আলোচনা

দৈনন্দিন চলার পথে আমাদের চোখের সামনেই সড়কপথে কিংবা রাস্তাঘাটে প্রায় সময়ই গুটখার পিক কম বেশি চোখে পরেই আমাদের। এমনকি অনেক জায়গায় জরিমানার কথা লেখা থাকলেও সেই সব কথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে এসব কাজ। কিন্তু তাই বলে এবার বিমানে জানলার ধারের সিটে গুটখার পিক? এমন লোক বিমানে ওঠেন? সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে এমনটাই উঠে এসেছে।

এরই ছবিটি তুলে ট্যুইট করেছেন আইএএস আধিকারিক অবণীশ শরণ। জানলার ধারে বসে কোনো যাত্রী এমন কুকাজ করেছেন এমনটাই মনে করা করেছেন। কোন বাস বা ট্রেনে করা বদভ্যাস এইখানে করে ফেলেছেন তিনি। জানলা খোলা না পেয়ে জানলার গায়েই ফেলে দিয়েছেন পিক। ছবিটি প্রকাশ্যে আসতে চর্চা শুরু হয়েছে, চলছে নানান আলোচনা। কেউ কেউ আবার ওই যাত্রীকে খুঁজে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে বলেছেন। অনেকেই বলেছেন এমন যাত্রীদের বিমানে ওঠা নিষিদ্ধ করা হোক। তবে প্লেনের মধ্যে এমন কাজ সবার চোখ।

Advertisement
close