আহত যুবককের কাটা হাত মুখে নিয়ে ঘুরছে কুকুর! শিলিগুড়িতে - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! আহত যুবককের কাটা হাত মুখে নিয়ে ঘুরছে কুকুর! শিলিগুড়িতে

আহত যুবককের কাটা হাত মুখে নিয়ে ঘুরছে কুকুর! শিলিগুড়িতে

এক বাইক দুর্ঘটনায় কাটা পড়েছিল এক যুবকের ডান হাত। হাসপাতালের চত্বরের মধ্যেই সেই কাটা হাত মুখে নিয়ে ঘুরতে দেখা গেল এক কুকুরকে। হাসপাতাল চত্বরে এমন দৃশ্য দেখে রীতিমতো ভয়ে কেঁপে ওঠেন স্থানীয় মানুষ। এই ঘটনার শুরুটা হয় গতকাল রাতে। এদিন রাত দশটার সময় শিলিগুড়ির টি পার্ক এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন দুর্গাদাস কলোনির ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় সরকার নামে এক যুবক। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সেখানেই শুরু হয় জখম ওই যুবকের চিকিৎসা। চরম গাফিলতির অভিযোগে জর্জরিত রাজ্যের সরকারি হাসহাসপাতালে। জানা যায় যে, দুর্ঘটনায় এক যুবকের একটি হাত কাটা পড়েছে। সেই হাতের কাটা অংশটি রাখা ছিল ওই যুবকের বেডের পাশেই। আজ, সোমবার হাতের সেই কাটা অংশকেই মুখে নিয়ে হাসপাতালে ঘুরতে দেখা গেল একটি কুকুরকে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়ায়।

হাসপাতাল তরফে জানানো হয় যে ওই যুবকের একটি হাত কাটা পড়েছে। সেই হাতের কাটা অংশটি রাখা ছিল ওই যুবকের বেডের পাশেই। আজ সকালে হাতের সেই কাটা অংশটিকে মুখে নিয়ে হাসপাতালে ঘুরতে দেখা গেল একটি কুকুরকে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ছড়ায় তুমুল চাঞ্চল্য। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছে রোগীর পরিবারের সদস্যরা। ওই পরিবারের একজন বলেন, ‘কাটা হাত জোড়া লাগবে, সেই ভরসাতেই আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম হাতটি। কিন্তু তা তো হলই না, উল্টে সেই হাত চলে গেল কুকুরের মুখে’।

Advertisement
close