প্রায় ১০০ ঘন্টা সন্তানের দেহ আগলে রেখেছিল মা। নিজের শোক সামলে মৃত সন্তানের দেহ রেখে ফিরে গেল জঙ্গলে নিজের আস্থানায়। শুক্রবার থেকেই মৃত সদ্যজাত সন্তানের শোক সামলাতে না পেরে শুড়ে পেঁচিয়ে আট কিলোমিটার পথ পাড়ি দিয়েছে মা হাতি। এই নজিরবিহীন ঘটনাটি ঘটে ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান ও ডায়না চা বাগানের মধ্যস্থ এলাকায়। পড়ে মৃত হস্তি শাবককে নিয়ে বিস্তির্ণ পথ পেড়িয়ে আশ্রয় নেয় দীর্ঘদীন বন্ধ হয়ে থাকা রেড ব্যঙ্ক চাগাবানে।
প্রসঙ্গত, শুক্রবার বানারহাট এর আমবাড়ি চা বাগান এলাকায় হস্তি শাবকের মৃত্যু হয়।শাবকের দেহ উদ্ধার করতে গেলে হাতির দলের বাঁধার মুখে পড়েন বনকর্মীরা।এমনকি মৃত শাবককে শুঁড়ে তুলে ৬ কিলোমিটার দূরে নিয়ে যায় মা হাতি।টানা তিনদিন ধরে শাবকের দেহ আগলে ছিল মা হাতি।এমন ঘটনায় রীতিমত হতবাক হয়ে যান বনাধিকারিকেরা। শেষমেশ সোমবার সকালে হস্তি শাবকের দেহ ছেড়ে কিছুটা দূরে চলে যায় মা হাতি।সেইসময়ই উদ্ধার করা হয় সেই হস্তি শাবকের দেহ।দেহ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।