এদিন শুক্রবার জেলা পুলিশ, রাজগঞ্জ পুলিশ এবং রাজগঞ্জ প্রশাসনের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভ এর, পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো রাজগঞ্জে। এদিন রাজগঞ্জ বিডিও অফিস থেকে ফাটাপুকুর মোড় পর্যন্ত। সেভ ড্রাইভ সেভ লাইভের ফ্লাগার্ড নিয়ে, পায়ে হেঁটে একটি র্যালির মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। এবিষয়ে রাজগঞ্জ বিডিও পঙ্কজ কনার জানিয়েছেন, সেভ ড্রাইভ সেভ লাইভের, পথ নিরাপত্তা সপ্তাহের শুরুতে এই প্রয়াস। নানান পরিকল্পনার মধ্য দিয়ে চলবে ২০ তারিখ পর্যন্ত।
-----------------------------------
এবং ভারী যানবাহন গুলো রাজগঞ্জের টোল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য রাজগঞ্জের লোকালয়ে রাস্তাগুলো দিয়ে চলাচল করছে আর এই কারণেই লোকালয়ে রাস্তাগুলোতে পথ দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। পাশাপাশি রাস্তাগুলো খারাপ হচ্ছে তাই এরপর থেকে কোনো মতেই যেনো টোল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। ভারী যানবাহন গুলি রাজগঞ্জের লোকালয়ে রাস্তাগুলো দিয়ে চলাচল না করে, সেই জন্য রাজগঞ্জের পানিকোয়ারি মোড়ের রাস্তায় ব্যারিয়ার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রাজগঞ্জ ভিডিও পঙ্কজ কনার, রাজগঞ্জ জয়েন্ট ভিডিও, রাজগঞ্জ ট্রাফিক ওসি অতুল চন্দ্র দাস, সহ সিভিক ভলেন্টিয়াররা।