ফের পর্যটক হেনস্থা, পুলিশ ও সাধারনের সহযোগিতায় টাকা ফেরতের আশ্বাস ট্রাভেল এজেন্সির - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ফের পর্যটক হেনস্থা, পুলিশ ও সাধারনের সহযোগিতায় টাকা ফেরতের আশ্বাস ট্রাভেল এজেন্সির

ফের পর্যটক হেনস্থা, পুলিশ ও সাধারনের সহযোগিতায় টাকা ফেরতের আশ্বাস ট্রাভেল এজেন্সির

দার্জিলিং মেলে থেকে নেমে গ্যাংটক যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিল দুই শিশু সহ মোট ৬ জন পর্যটক।কিন্তু ঘন্টা খানেক সময় অতিক্রান্ত হলেও দেখা মেলেনি গাড়ির।ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি কোন সুরাহা। অবশেষে পুলিশ ও সাধারনের সহযোগিতায় মেলে সুরাহা।কলকাতা টালিগঞ্জের দেবর্ষি দাস ও তার পরিবার কলকাতার একটি ট্রাভেল এজেন্সির কাছ থেকে গ্যাংটক সহ উত্তর সিকিম ঘোরার বাবদ ৭২ হাজার টাকার প্যাকেজ বুক করেন।সেই মতো মঙ্গলবার শিশু সহ মোট ৬ জনের দল দার্জিলিং মেলে এন জে পি স্টেশনে নামে। কথা ছিল সেখান থেকেই একটি গাড়ি সিকিম নিয়ে যাবে।ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকার পর যখন গাড়ির দেখা না মিললে তাদের ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন তারা।ট্রাভেল এজেন্সি তাদের নিজের খরচে গাড়ি বুক করে গ্যাংটক যাওয়ার কথা জানান।এমনবস্থায় বিপাকে পরে যান তারা।অবশেষে স্থানীয় ও পুলিশের সহযোগিতা প্রার্থনা করেন তারা।ঘটনা খবর চাউর হতেই এন জে পি থানার পুলিশ পৌছে কলকাতার ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাদের টাকা ফেরতের ব্যাবস্থা করে দেন।তবে মাঝে মধ্যই ট্রাভেল এজেন্সির দ্বারা পর্যটক হেনস্থার ঘটনা রিতীমতো অস্বস্থিতে পর্যটন মহল।

Advertisement
close