বিশ্বের সবচেয়ে বড়ো পাইথন কাঁধে নিয়ে নাচ যুবকের ভাইরাল ভিডিও - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, বিশ্বের সবচেয়ে বড়ো পাইথন কাঁধে নিয়ে নাচ যুবকের ভাইরাল ভিডিও

বিশ্বের সবচেয়ে বড়ো পাইথন কাঁধে নিয়ে নাচ যুবকের ভাইরাল ভিডিও

-----------------------------------
আজ পর্যন্ত কোনও মানুষকে অজগর বা পাইথনের মতো বিষধর সাপের সঙ্গে সখ্যতা করতে দেখা যায়নি। বিশালাকৃতি, মোটাসোটা এই সাপ দেখলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অজগর আতঙ্কের কারণ হলেও সম্প্রতি এক যুবককে ২টি বিশালাকৃতির অজগর কাঁধে তুলে নাচতে দেখা গেল। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। যা দেখে স্বাভাবিকভাবে অনেকেই আঁতকে ওঠেন। ইন্দোনেশিয়ার ওই যুবক ইনস্টাগ্রাম রিলসের জন্য এমন ভিডিও করেন।  জানা গিয়েছে, যুবকটি যে পাইথন ২টি নিয়ে নাচ করছেন সেই পাইথন ২টি রেটিকুলেটেড পাইথন। এই ধরনের পাইথন লম্বায় ২০ ফুট পর্যন্ত হতে পারে। তবে এই নতুন নয়, ওই যুবককে এ ধরনের পাইথন নিয়ে হামেশাই ইনস্টাগ্রামে রিল ভিডিও পোস্ট করতে দেখা গেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক বিশাল আকৃতির ২টি পাইথন নিজের দু’কাঁধে তুলে নিয়েছেন। তাদের মুখ রয়েছে তাঁর পিঠের দিকে। পাইথন ২টি এতটাই লম্বা যে ওই যুবকের শরীর ছাপিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হলেও দর্শকরা এটিকে ভালোভাবে নেননি। এই রেটিকুলেটেড পাইথন বিশ্বের সবচেয়ে বড়ো পাইথন। এরা বিষধর না হলেও যে কোনো সময় আক্রমণ করে যে কারোর প্রাণ নিয়ে নিতে পারে।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close